গোপালপুর পৌরসভা টাঙ্গাইল জেলাসদর থেকে ৫৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। এর উত্তর ও পূর্বে রয়েছে মধুপুর, ধনবাড়ী এবং ঘাটাইল উপজেলা, দক্ষিনে রয়েছে ঘাটাইল ও ভূঞাপুর উপজেলা, পশ্চিমে রয়েছে সরিষাবাড়ি ও জামালপুর সদর উপজেলা। উপজেলার মোট আয়তন ১৯১.৪৮ বর্গ কিলোমিটার গোপালপুর পৌরসভা ভূমি সমতল। মাটি বেলে-দো আঁশ ও এটেল ।
ব্রহ্মপুত্র পলল ভূমির চত্বর নিয়ে গড়ে উঠেছে গোপালপুর উপজেলা। ভূবিজ্ঞানীদের মতে, এ মৃত্তিকার আনুমানিক বয়স প্রায় দুই হাজার বছর। সমতল ডাংগা এবং বিল নিয়ে গঠিত এ চত্বর বর্ষাকালে সাময়িকভাবে প্লাবিত হয়। ব্রহ্মপুত্র ও যমুনার পলি অবক্ষেপন এবং বৈরান, ঝিনাই ও ক্ষীনকায়া আত্রাই নদীর ভাঙ্গা গড়ার মধ্য দিয়ে গড়ে উঠেছে গোপালপুর উপজেলা। যমুনার ভাঙ্গনে এ উপজেলার মানচিত্র বহুবার পরিবর্তিত হয়েছে।